জিম্বাবুয়েতে দাঁতের লোভে ২২টি হাতি হত্যা
কমলালেবুর ভেতর মারাত্মক বিষ সায়নাইড পুরে দিয়েছিল চোরাশিকারীরা। ওই ফল মুখে দিতেই লুটিয়ে পড়ে ২২টি হাতি। এরপর হাতির দাঁত নিয়ে পালিয়ে যায় চোরের দল।
ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের হোয়ংগে জাতীয় উদ্যানে। সোমবার সকালে রেঞ্জার্সরা পার্কের সিনামাটেল্লা এলাকায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ২২টি হাতির মৃতদেহ দেখতে পান। বিষের তীব্রতা আর চোরাশিকারিদের ধারালো অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে শরীরের বহু জায়গা।
হোয়ংগে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, সায়নাইড খাইয়ে হাতি হত্যার ঘটনা এর অাগেও ঘটেছে। এ পর্যন্ত সায়নাইড বিষে হাতি মরেছে ৬২টি। একসঙ্গে চল্লিশটা হাতিকে সায়নাইড দিয়ে মেরে ফেলেছিল চোরাশিকারিরা। যদিও অনেক সূত্রে দাবি, হাতি হত্যার সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি। ২০১৩ সালে এই জাতীয় উদ্যানেই দুশোর বেশি হাতিকে সায়নাইড দিয়ে মেরে ফেলা হয় শুধুমাত্র দাঁতের লোভে।
এদিকে, চোরাশিকারিদের ঠেকাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর ড্রোনের মাধ্যমে নজরদারির ভাবনাচিন্তা করছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।