জিডিপি বেড়েছে ইন্দোনেশিয়ার
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ইন্দোনেশিয়ার জিডিপি ৫ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে জিডিপি বেড়েছিল ৫ দশমিক ৪ শতাংশ। মুসলমানদের পবিত্র মাস রমজান ও ঈদ উপলক্ষে ভোক্তাব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এমনটাই দাবি করা হয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগের প্রকাশিত প্রতিবেদনে। খবর নিক্কেই এশিয়া।
দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির হার গত তিন প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ। এর আগে রয়টার্স ৪ দশমিক ৯৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। দেশটির জিডিপির অর্ধেক নিয়ন্ত্রণ করে বেসরকারি ব্যয়, দ্বিতীয় প্রান্তিকে যা গত বছরের তুলনায় ৫ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে বিনিয়োগ বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ।
পরিসংখ্যান বিভাগের সহকারী প্রধান মুহাম্মদ ইদি মাহমুদ দাবি করেছেন, দ্বিতীয় প্রান্তিকের পেছনে সামাজিক গতিশীলতা ও ধর্মীয় ছুটির দিনগুলো বিশেষভাবে ভূমিকা রেখেছে। কারণ এ সময়ের মধ্যে দেশটিতে ভোক্তা ব্যয় বেড়েছে, পাশাপাশি বেড়েছে উৎপাদন কার্যক্রম। সাধারণত রমজানেই বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটিতে ভোক্তাব্যয় সর্বোচ্চ থাকে। চলতি বছরের মার্চ ও এপ্রিলে ছিল রমজান।
দ্বিতীয় প্রান্তিকে পরিবহন পরিষেবা গ্রহণের হার বেড়েছে। ভিড় বেড়েছে বিদেশী পর্যটকদের। গত বছরের ডিসেম্বরেই ইন্দোনেশিয়া মহামারীসংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই চলতি বছরের শেষ প্রান্তিকে প্রার্থীদের দৌরাত্ম্য ও নির্বাচন প্রচারণার কারণে ভোক্তাব্যয়ের সূচক ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে নির্বাচনজনিত কারণেই গতি কমবে বিদেশী বিনিয়োগের। ২০২২ সালে ইন্দোনেশিয়ার বার্ষিক জিডিপি বাড়ার হার ছিল নয় বছরে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের জিডিপি বৃদ্ধির হার থাকবে ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৩ শতাংশ।