জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু দলটি। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জাসদের ৪৭ বছরের ইতিহাসে প্রমাণ হয়েছে- জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা দলের নেতারা দলের পাহারাদার মাত্র।
স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে একদল নেতা জাসদ গঠন করেন। এম এ জলিলকে আহ্বায়ক ও আ স ম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের কমিটির ঘোষণা হয়েছিল ৩১ অক্টোবর।
জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।