জাল নোট ঠেকাতে যেসব নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার

আসল ব্যাংক নোট চিনতে ও জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে রমজান মাসে ৫৮টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তাসংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

দেশের মধ্যে বড় উৎসবকে সামনে রেখে একটি চক্র জাল নোট বাজারে ছাড়ে। নোট জালকারী চক্রের অপতৎপরতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকও জনসচেতনতা বাড়াতে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, রমজানজুড়ে বগুড়া জেলাসহ দেশের সব বিভাগীয় শহরের জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। ঢাকাসহ সারা দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারে ব্যাংকের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। ঈদের ১০ দিন আগে এসব বিষয় পরিপালনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *