জার্মান ব্র্যান্ডের গাড়িতে ছয়লাব দ. কোরিয়ার
দক্ষিণ কোরিয়ায় আমদানীকৃত বাণিজ্যিক গাড়ি বিক্রির সংখ্যা দুই লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের মধ্যেও সদ্যসমাপ্ত বছরে আমদানীকৃত গাড়ি বিক্রির ইতিবাচক উপাত্ত দেশটির। গাড়ি শিল্পসংশ্লিষ্ট জোটের উপাত্তে এমন তথ্যই উঠে এসেছে। খবর কোরিয়া হেরাল্ড।
Derকোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটস অ্যাসোসিয়েশনের তথ্যমতে ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দ. কোরিয়ায় আমদানীকৃত বাণিজ্যিক গাড়ি বিক্রির পরিমাণ ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানীকৃত গাড়ি বিক্রির এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। উল্লিখিত সময়ে দেশটিতে আমদানীকৃত বাণিজ্যিক গাড়ি বিক্রির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৫২ হাজার ২৪২ ইউনিট।
এ সময়ে দেশটিতে বিক্রির শীর্ষে অবস্থান করছিল তিন জার্মান অটোমোবাইল কোম্পানি। সদ্যসমাপ্ত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে দ. কোরিয়ায় মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি কোম্পানির গাড়ি বিক্রির পরিমাণ ছিল মোট বিক্রীত গাড়ির ৬০ শতাংশের বেশি।
এর আগে ২০১৫ সালে দ. কোরিয়ায় প্রথম দুই লাখ ইউনিটের বেশি আমদানীকৃত গাড়ির বিক্রি হয়েছিল। ২০২০ সালে রেকর্ড পরিমাণ আমদানীকৃত গাড়ি বিক্রি হয়েছিল দেশটিতে। ওই বছর আমদানীকৃত গাড়ি বিক্রির পরিমাণ ছিল ২ লাখ ৭৪ হাজার ৮৫৯ ইউনিট।
মার্সিডিজ বেঞ্জ কোরিয়া আশা করছে, ২০২১ সালের শেষ নাগাদ তাদের বিক্রীত গাড়ির সংখ্যা ৭০ হাজার ইউনিট ছাড়িয়ে যাবে। টানা চার বছরের মতো কোম্পানিটি এ পরিমাণ গাড়ি বিক্রি করছে। সদ্যসমাপ্ত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে গাড়ি বিক্রির রেকর্ড অর্জন করেছে বিএমডব্লিউ কোরিয়া। এ সময়ে কোম্পানিটির মোট বিক্রীত গাড়ির পরিমাণ ছিল ৬১ হাজার ৪৩৬ ইউনিট, যা যেকোনো সময়ের তুলনায় দেশটিতে বিএমডব্লিউর সর্বোচ্চ পরিমাণ বিক্রি। একই সময়ে অডি কোরিয়ার বিক্রীত গাড়ির পরিমাণ ছিল ২১ হাজার ২৪২ ইউনিট।
অন্যদিকে স্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ স্যামসাং, জিএম কোরিয়া এবং স্যাংইয়ং মোটরসের গাড়ি বিক্রি কমেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বরে পাঁচটি কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মোট বিক্রীত গাড়ির পরিমাণ ১৩ লাখ ইউনিটের বেশি। এর মধ্যে ১১ দশমিক ৯৮ শতাংশ গাড়ি ছিল রেনোঁ স্যামসাং, জিএম কোরিয়া ও স্যাংইয়ং মোটরসের।
সদ্যসমাপ্ত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে রেনোঁ স্যামসাংয়ের বিক্রীত গাড়ির সংখ্যা ছিল ৫৩ হাজার ৯৩৪ ইউনিট, যা গত বছরের তুলনায় ৩৮ দশমিক ৭ শতাংশ কম। জিএম কোরিয়ার বিক্রীত গাড়ির সংখ্যা ছিল ৫১ হাজার ৭৭৩ ইউনিট, যা গত বছরের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ কম। স্যাংইয়ং মোটরসের বিক্রীত গাড়ির সংখ্যা ছিল ৫০ হাজার ৫৫৩ ইউনিট, যা গত বছরের তুলনায় ৩৬ দশমিক ৪ শতাংশ কম।
মূলত ব্যবসায়িক ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিবন্ধকতার দরুন স্থানীয় কোম্পানিগুলো তাদের বিক্রির প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। এছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব ও নতুন মডেলের অভাবও বিক্রির প্রবৃদ্ধি অর্জনে বাধা হিসেবে কাজ করেছে। তবে নতুন বছরে এ সংকট কাটিয়ে ওঠার আশা করছে কোম্পানিগুলো।