জার্মানি ও আরব আমিরাত সফরের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী
চতুর্থবারের মতো শপথ গ্রহণের পর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয় এখনও চূড়ান্ত না হলেও এই দুই দেশ থেকে সরকারি সফরের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (নিরাপত্তা সম্মেলনে) অংশ নেওয়ার জন্য জার্মান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্যও দেশটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। দুটি দেশ থেকে আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী যাওয়ার সিদ্ধান্ত নিলে সফরসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়েছিলেন। এবারও তিনি এই সম্মেলনে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে জার্মানিতে ওই সম্মেলনে অংশ নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফর শেষে ২০ তারিখ তিনি ঢাকায় ফিরতে পারেন। আর জার্মানি সফরে না গেলে প্রধানমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।