জার্মানির হানাউয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৮

স্টাফ রিপোর্ট

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলের একটি ও শহরের বাইরের আরকেটি সিসাবারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন এবং দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।

শহরের পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রথম ঘটনাটি শহরের কেন্দ্রের একটি বারে, দ্বিতীয়টি হানাউয়ের পার্শ্ববর্তী ক্যাসেলস্টাডটে ঘটে।

স্থানীয় পুলিশ এবং হেলিকপ্টার দুই জায়গাতেই টহল দিচ্ছে। এ ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

হেসেন রাজ্যের হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *