জার্মানিতে সপ্তাহে ৪ হাজার গাড়ি তৈরি করছে টেসলা
জার্মানির ব্রান্ডেনবার্গে টেসলার কারখানায় সপ্তাহে চার হাজার গাড়ি তৈরি হচ্ছে। আগামী মার্চে এ লক্ষ্যমাত্রা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা অর্জন করেছে টেসলা। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটি।
রয়টার্স বলছে, উৎপাদন পরিকল্পনার নির্ধারিত সময়ের চেয়ে তিন সপ্তাহ আগেই চার হাজার গাড়ি উৎপাদনে সক্ষম হয়েছে কারখানাটি।
উৎপাদন পরিকল্পনা অনুযায়ী, চীনের সাংহাইয়ে যে পরিমাণ মডেল ওয়াই উৎপাদন হচ্ছে, জার্মানির ব্রান্ডেনবার্গে তার এক-তৃতীয়াংশ উৎপাদন হচ্ছে। কিন্তু সাংহাইয়ে মডেল ওয়াইয়ের পরিকল্পিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। সাংহাই কারখানায় সপ্তাহে ১৩ হাজার মডেল ওয়াই উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে ১২ হাজার উৎপাদনে সক্ষম টেসলা।
আগামী মার্চে সপ্তাহে চার হাজার এবং জুনের শেষে সপ্তাহে পাঁচ হাজার গাড়ি তৈরির পরিকল্পনা করেছিল টেসলা। গত বছরের অক্টোবরে সপ্তাহে দুই হাজার ও ডিসেম্বরে সপ্তাহে তিন হাজার গাড়ি উৎপাদনে সক্ষম হয় ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি।
জার্মানির এ কারখানায় টেসলার গাড়ি তৈরির সক্ষমতা বছরে পাঁচ লাখ, সে হিসাবে সপ্তাহে এটির সক্ষমতা ১০ হাজার।
টেসলা জার্মানিতে গাড়ির ব্যাটারিও উৎপাদন শুরু করেছে। কিন্তু গত সপ্তাহে কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি হ্রাস আইনের আলোকে তারা সেল উৎপাদন করবে। এখন মার্কিন বৈদ্যুতিক এই গাড়ি নির্মাতা ইলেকট্রোডের মতো সেল উপাদান তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। যেগুলো ব্র্যান্ডেনবার্গের গ্রুয়েনহাইডে থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।