জার্মানিতে কয়লা সরবরাহে শীর্ষে রাশিয়া

স্টাফ রিপোর্টার

নিষেধাজ্ঞা সত্ত্বেও জামার্নিতে কয়লা সরবরাহকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাশিয়া। জার্মান কয়লা আমদানিকারক অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদপত্র বিল্ড।

প্রতিবেদনেতে বলা হয়, জার্মানিতে গত বছর কয়লা আমদানি ২০২১ সালের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪৪ লাখ টনে। তবে রাশিয়া থেকে আমদানি ৩৭ শতাংশ কমেছে।

গত বছরের মাঝামাঝি সময় জার্মানি রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর পরও বছর শেষে রুশ কয়লা আমদানির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ টনে, যা জার্মানির মোট কয়লা আমদানির প্রায় ২৯ শতাংশ। অন্যান্য দেশ থেকে জার্মানি কয়লা আমদানি বাড়ালেও তা ছিল রাশিয়ার চেয়ে কম।

গত বছর যুক্তরাষ্ট্র জার্মানিতে ৯৪ লাখ টন কয়লা সরবরাহ করেছে। এক বছরের ব্যবধানে সরবরাহ বেড়েছে ৩২ শতাংশ। কলম্বিয়া ৭২ লাখ টন রফতানির মাধ্যমে দেশটির তৃতীয় শীর্ষ সরবরাহকারী হয়ে ওঠে। জার্মানিতে দেশটির কয়লা রফতানি বেড়েছে ২১০ শতাংশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা থেকেও সরবরাহ নাটকীয়ভাবে বেড়েছে। সরবরাহের পরিমাণ ছিল ৩৯ লাখ টন, যা আগের বছরের তুলনায় ২৭৮ শতাংশ বেশি। ৬৩ লাখ টন রফতানির মধ্য দিয়ে জার্মানির চতুর্থ শীর্ষ কয়লা সরবরাহকারী হয়েছে অস্ট্রেলিয়া।

ইউরোপীয় ইউনিয়ন গত বছরের ১০ আগস্ট রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। ইউক্রেনসংক্রান্ত নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ এটি। ব্লকটি যে পরিমাণ কয়লা আমদানি করে তার ৭০ শতাংশ আসত রাশিয়া থেকে। বিশেষ করে জার্মানি ও পোল্যান্ড রুশ কয়লার ওপর পুরোপুরি নির্ভরশীল।

জ্বালানি সংকট ও বিদ্যুতের ক্রমবর্ধমান দামের চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে সম্প্রতি কয়লা ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে জার্মানি। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ পথে হাঁটছে দেশটি। জার্মানির কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এমনকি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকা কয়লা খনিগুলো পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে বার্লিন। দেশটির পরিসংখ্যান বিভাগ জানায়, বর্তমানে জার্মানি এক-তৃতীয়াংশের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে কয়লা থেকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত ২০২৪ সালের মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *