জামায়াতের বিচার আইন: প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষা
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামির বিচারের জন্য সংশোধিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন’ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
পুনর্বার আইনমন্ত্রী নিয়োগ পাওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যদিও গত সরকারের সময়েও আইনটি মন্ত্রিসভায় উঠছে বলে একাধিকবার জানিয়েছেন আনিসুল হক।
যুদ্ধাপরাধী দল হিসেব জামায়াতের বিচারের আইন সংশোধনের বিষয়টি কতদূর- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম। ক্যাবিনেট ডিভিশন লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে (সংশোধন) করার জন্য বলেছে।
আইনটি আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়।’
এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।