জাপানে ভয়াবহ অগ্নিকান্ডে, নিহত ১৩
জাপানের কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে কিয়োটো কো স্টুডিওতে ঢুকে একজন ব্যক্তি দাহ্য কোন তরল ছিটিয়ে দিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি
পুলিশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিও দগ্ধ হয়েছেন। তার নাম জানা যায়নি। পুলিশি প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টুডিওতে প্রায় ৩০ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিন তলা এই স্টুডিওতে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এরপর পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। বর্তমানে উদ্ধারকাজ চলছে।
দেশটির ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা তিন তলা এই ভবনে আটকে থাকা বেশ কয়েকজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি।
কিওটো পুলিশের এক মুখপাত্র বলেছেন, এক ব্যক্তি তরল ছুড়ে মেরে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। ওই ভবনে আগুন লাগানোর পর সন্দেহভাজনকে ‘অকালমৃত্যু’ বলতে শোনা গেছে। সন্দেহভাজনের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
অ্যানিমেশন স্টুডিওটি অ্যা সাইলেন্ট ভয়েস ও ভায়োলেন্ট এভারগার্ডেন এর মতো বিখ্যাত অ্যানিমেশন তৈরি করে আসছিল। চলতি মাসেই তাদের ‘সাউন্ড! ইউফোনিয়াম’ নামের একটি ধারাবাহিক প্রযোজনার ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড-দ্য ড্রিম’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে।