জাপানে ব্যবসা সম্প্রসারণ করছে বিওয়াইডি
আগামী বছরের শুরুতে তিনটি মডেল দিয়ে জাপানের বাজারে আত্মপ্রকাশ করবে বিওয়াইডি। জাপানের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজার ধরতে এ পরিকল্পনা করেছে চীনা অটোমোবাইল জায়ান্টটি। প্রতিষ্ঠানটি মাঝারি আকারের স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) অ্যাটো থ্রি, হ্যাচব্যাক কমপ্যাক্ট কার ডলফিন ও সেডান সিলি দিয়ে আগামী জানুয়ারিতে জাপানের বাজারে বিক্রি শুরু করবে।
নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইভি বিক্রিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিওয়াইডি। সংস্থাটি এখন কেবল মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার পেছনে রয়েছে। সংস্থাটি তিনটি ভিন্ন ক্যাটাগরির ইভি দিয়ে জাপানের বাজার ধরার চেষ্টা করবে। প্রথম কোনো এশীয় গাড়ি নির্মাতা হিসেবে এমন আক্রমণাত্মকভাবে জাপানের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বিওয়াইডি। এমনটা করা বিদেশী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য একটু অস্বাভাবিকও।
তবে টয়োটা মোটরের মতো বিশ্বজুড়ে পরিচিত গাড়ি নির্মাতার শক্তিশালী উপস্থিতি সত্ত্বেও জাপানে এখনো খুব বেশি মডেলের বিদ্যুচ্চালিত গাড়ি পাওয়া যায় না। পাশাপাশি স্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ধীরগতিতে ইভিতে স্থানান্তরিত হচ্ছে। ২০২১ সালে জাপানে মোট গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ছিল প্রায় ১ শতাংশ। এ অবস্থায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ইভি বাজারে আধিপত্য করার সুযোগ সামনে নিয়ে পরিকল্পনা করছে চীনা প্রতিষ্ঠানটি।
বিওয়াইডি জাপানের প্রেসিডেন্ট লিউ জুয়েলিয়াং বলেন, জাপানে গাড়ি বিক্রিতে ইভির হিস্যা কম হওয়ার বড় কারণ হতে পারে ইভির ছোট লাইনআপ ও বৈচিত্র্যের অভাব। তবে আমরা বিশ্বাস করি, জাপানি ভোক্তাদের ক্রমবর্ধমান একটি অংশ ইভি ব্যবহার করতে চান। বিওয়াইডি তাদের ইভি ব্যবহারে ঝুঁকতে সহায়তা করতে চায়। আমরা জাপানের গাড়ির বাজারকে আরো প্রাণবন্ত করে তুলতে পারি।
জাপানের বাজারে বিওয়াইডির প্রবেশ নিয়ে টোকিও রিসার্চ ইনস্টিটিউটের একজন বিশ্লেষক সেজি সুগিউরা বলেন, প্রতিষ্ঠানটি সুপারলাক্সারি বা সস্তা গাড়ির বাজার নয়, বরং ব্যাপকভাবে উৎপাদিত মডেলের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য অর্জনের মাধ্যমে সুনাম বাড়ানোর লক্ষ্যও হতে পারে সংস্থাটির।
এর আগে চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে গাড়ি তৈরির পরিকল্পনার কথা ঘোষণা দেয় বিওয়াইডি। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম উৎপাদন হাব গড়ে তুলতে চায় সংস্থাটি। এজন্য সংস্থাটি দেশটিতে মোট ১ হাজার ৭৯০ কোটি বাথ (৪৮ কোটি ৮০ লাখ ডলার) বিনিয়োগ করবে। ১৯৯৫ সালে রিচার্জেবল ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত বিওয়াইডি এখন বিশ্বজুড়ে ইভি নির্মাতা হিসেবে পরিচিতি পাচ্ছে। বিশ্বের ৩০টিরও বেশি শিল্প পার্কে উপস্থিতি রয়েছে বিওয়াইবির। ইলেকট্রনিকস, অটোমোবাইল, নতুন জ্বালানি ও রেল ট্রানজিটের মতো খাতগুলোয়ও ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।