জাপানে পারিবারিক ব্যয় বেড়েছে ২.৩%

স্টাফ রিপোর্টার

কভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের ফলে পারিবারিক ব্যয় বেড়েছে জাপানে। আগের বছরের তুলনায় সেপ্টেম্বরে দেশটির পারিবারিক খরচ বাবদ ব্যয় বৃদ্ধির পরিমাণ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশেরও বেশি। এ নিয়ে টানা চতুর্থ মাসে দেশটিতে পারিবারিক ব্যয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে। খবর কিয়োদো নিউজ।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয় যে, কভিড-১৯ বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ভ্রমণপ্রবণতা বৃদ্ধির ফলে পারিবারিক ব্যয় বেড়েছে। দেশটির অভ্যন্তরীণবিষয়ক যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুই বা ততোধিক সদস্যের একটি পরিবারের গড় ব্যয় ২ লাখ ৮০ হাজার ৯৯৯ ইয়েনে (১ হাজার ৯০০ ডলার) উন্নীত হয়েছে। এর আগে আগস্টে ব্যয়ের পরিমাণ ১ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

একই সময় প্রকৃত মজুরি গত বছরের সেপ্টেম্বরের তুলনায় হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, টানা ছয় মাস ধরে প্রকৃত মজুরি নিম্নমুখী রয়েছে। মজুরি কমার এ প্রবণতা ইঙ্গিত দেয়, আগামী মাসগুলোয় ভোক্তাদের মনোভাবের পরিবর্তন ঘটতে পারে। বিভিন্ন বিভাগ অনুসারে, টানা ছয় মাস দেশটিতে বিনোদন খরচ বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। যার অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে হোটেল বুকিংসহ ভ্রমণবিষয়ক প্যাকেজগুলোয় বিভিন্ন সুবিধা ও ছাড়।

যাতায়াত ও যোগাযোগ খরচ বাবদ ব্যয় বৃদ্ধির পরিমাণ ৮ দশমিক ৮ শতাংশ। ট্রেনের টিকিট থেকে শুরু করে মোটরগাড়ির যন্ত্রাংশ বাবদ ব্যয় যার মধ্যে অন্তর্ভুক্ত। এদিকে খাবার ক্রয় বাবদ খরচ বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। জাপানের এক সরকারি কর্মকর্তা বলেন, বেশির ভাগ লোকই খাবারের জন্য রেস্তোরাঁয় ছুটে গেছেন, পানীয় ক্রয় করেছেন।

বিপরীতে বিদ্যুৎ, পানির মতো ইউটিলিটি ব্যয় কমেছে ১ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে বেশি কমেছে গ্যাস বাবদ খরচ, ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার বেশির ভাগ লোক ঘরের বাইরে অবস্থান করা ও রেস্তোরাঁয় খাবার খাওয়ার কারণে এ-জাতীয় ব্যয় কমেছে বলে মনে করা হচ্ছে।

তবে সেপ্টেম্বরে জাপানে ভোক্তা মূল্য বেড়েছে ৩ শতাংশ, গত ৩১ বছরের মধ্যে যা সবচেয়ে বেশি। ইউটিলিটি বিলের মতো ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির প্রভাব প্রশমন এবং মজুরি বৃদ্ধিকে উৎসাহিত করতে কিশিদা সরকার গত মাসের শেষের দিকে ২৯ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন অর্থনৈতিক প্যাকেজ বরাদ্দ দিয়েছেন।

বেতন বাড়ানোর জন্য কোম্পানিগুলোকে বারবার আহ্বান জানানোর পর উদ্দীপনা প্যাকেজটির ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এদিকে সেপ্টেম্বরে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা তাদের আগের অনুমিত পূর্বাভাস সংশোধন করে বলেছে ২০২৩ সালে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ নয়, বরং ১ দশমিক ৪ শতাংশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *