জাপানের কয়লা আমদানি সর্বোচ্চে
চলতি মাসে জাপানের কয়লা আমদানি দুই বছরের সর্বোচ্চে পৌঁছতে পারে। মূলত বিদ্যুৎ খাতে জ্বালানি সংকট মোকাবেলায় আমদানির পরিমাণ বাড়িয়েছে দেশটি। খবর অয়েলপ্রাইস ডটকম।
জ্বালানি পণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলার জানায়, বর্তমানে জাপানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানি পণ্যের সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে কয়লাকে বেছে নেয়া হয়েছে।
কেপলার জানায়, জানুয়ারি শেষে জাপানের কয়লা আমদানি ১ কোটি ৭৩ লাখ টনে উন্নীত হতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি সর্বাধিক আমদানি। এছাড়া পাঁচ বছরের গড়ের তুলনায় আমদানি বেড়েছে ৫ শতাংশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়া ও তুষারপাতের কারণে জাপানে বিদ্যুতের চাহিদা বাড়ছে। চাহিদা পূরণে অতিরিক্ত কয়লা কেনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি।
এদিকে ইন্দোনেশিয়া কয়লা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে কয়লার দাম। বিশেষ করে এক সপ্তাহ ধরে জ্বালানি পণ্যটির দাম লাগামহীন হয়ে উঠেছে। বাজারদরে প্রভাব ফেলছে রাশিয়া-ইউক্রেন বিরোধও। এদিকে সরবরাহ গতিশীল রাখতে নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার প্রতি কয়লা রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আহ্বান জানিয়ে আসছে জাপান।
তথ্য বলছে, চলতি সপ্তাহে মার্চে সরবরাহ চুক্তিতে এলএনজির দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য স্থির হয়েছে ২৭ ডলারে। পণ্যটির আকাশচুম্বী দামের কারণে কয়লাকেই তুলনামূলক সাশ্রয়ী হিসেবে বিবেচনা করছে জাপান।