জাপানের শিল্পোৎপাদন কার্যক্রমে শ্লথগতি
চলতি মাসে আবারো জাপানের শিল্পোৎপাদন কার্যক্রমের গতি শ্লথ হয়েছে। ফেব্রুয়ারিতে এ খাতের প্রবৃদ্ধির হার পাঁচ মাসের মধ্যে সবচেয়ে ধীরগতিতে প্রসারিত হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে এ পরিস্থিতি চলমান সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। খবর রয়টার্স।
এইউ জিবুন ব্যাংক ফ্ল্যাশ জাপান ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমেছে। যেখানে আগের মাসেও এ সূচক ৫৫ দশমিক ৪ পয়েন্ট ছিল। কোনো খাতের পিএমআই ৫০-এর নিচে নামলে সে খাতের সংকোচনকে নির্দেশ করে।
এদিকে জাপানে কভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিষেবা খাতের চাহিদা নিম্নমুখী হয়েছে। ফলে এ খাতের কার্যক্রম ২০২০ সালের মে মাসের পর সবচেয়ে দ্রুতগতিতে সংকুচিত হয়েছে। চলতি মাসে পরিষেবা খাতের পিএএমআই ৪২ দশমিক ৭ পয়েন্টে নেমেছে। গত মাসেও এ সূচক ৪৭ দশমিক ৬ শতাংশ ছিল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের অর্থনীতিবিদ উসামাহ ভাট্টি বলেন, নির্মাতারা পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো উৎপাদন সংকোচনের ইঙ্গিত দিয়েছেন। যদিও অর্থনীতিতে প্রভাবশালী পরিষেবা খাতের তুলনায় সামগ্রিক সংকোচন বা ধীর প্রবৃদ্ধি ভয়াবহ ছিল না।
সমীক্ষায় উঠে এসেছে, সরবরাহে বিলম্ব যন্ত্রাংশ ঘাটতিকে আরো বাড়িয়ে তুলেছে। ফলে কাঁচামালের দাম ২০০৮ সালের আগস্টের পর সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। উসামাহ ভাট্টি বলেন, ফার্মগুলো জানিয়েছে যে ক্রমবর্ধমান কাঁচামালের দাম ও যন্ত্রাংশ ঘাটতি বিশেষ করে বেসরকারি খাতের জ্বালানি ও ধাতু খাতের কার্যক্রমকে কমিয়ে দিয়েছে।