জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে দুর্নীতিবাজরা এক হয়েছেন

‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে দুর্নীতিবাজরা এক হয়েছেন। জনগণ যদি তাদের ভোট দেয় তবে দিবে, আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ সব সময় সততায় বিশ্বাস করে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

আলোকচিত্র শহিদুলের আলমের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘সরকার বিরোধী ষড়ষন্ত্রে অংশ হিসেবে শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতের আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানি দিয়েছেন।’

এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সবার হাতে ট্যাব-মোবাইল। এর খারাপ দিক যেনম আছে, তেমন ভালো দিকও আছে। তাই সমাজের শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা দিতেই ডিজিটাল আইন করা হয়েছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে রবিবার দুপুর ২টা ২৩ মিনিটে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন এবং একই দিন তার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *