জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিসিক চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস-২০২১ যথাযথ মর্যাদায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
রোববার (১৯ ডিসেম্বর ২০২১) বিসিক চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিসিক পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিসিক কর্মকর্তা সমিতি ও বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শিল্প মন্ত্রণালয় কর্তৃক মহান বিজয় দিবস-২০২১ যথাযথ মর্যাদায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও সম্মানিত শিল্প সচিব জাকিয়া সুলতানা সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।