জর্জিয়ায় ৫০০ কোটি ডলারের কারখানা করবে রিভিয়ান

স্টাফ রিপোর্টার

জর্জিয়ায় ৫০০ কোটি ডলারের বৈদ্যুতিক ট্রাকের ব্যাটারি ও সংযোজন কারখানা তৈরি করতে যাচ্ছে রিভিয়ান অটোমোটিভ। মার্কিন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এ কারখানায় সাড়ে সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে। খবর এপি।

ক্যালিফোর্নিয়ার আরভিনভিত্তিক রিভিয়ান বৈদ্যুতিক ট্রাক ও বাণিজ্যিক ডেলিভারি ভ্যান তৈরি করে। প্রতিষ্ঠানটি বর্তমানে ফোর্ড, জেনারেল মোটরস কিংবা বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শীর্ষে থাকা টেসলার মতো প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের চ্যালেঞ্জ করছে।

পরবর্তী সময়ে এ কারখানায় কর্মী সংখ্যা বাড়িয়ে ১০ হাজারও করা হতে পারে। জর্জিয়ার ইতিহাসে সবচেয়ে বড় এ শিল্প ঘোষণাটি ২০০৯ সালে ওয়েস্ট পয়েন্টে সাড়ে চার হাজার কর্মী নিয়ে শুরু করা কিয়া কমপ্লেক্সকেও পেছনে ফেলছে। এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি সংযোজন কারখানা। সাউথ ক্যারোলাইনার স্পার্টানবার্গের ১১ হাজার কর্মীর বিএমডব্লিউ কমপ্লেক্স এবং ৮ হাজার ৬০০ কর্মীর ফোর্ডের কেনটাকির লুইসভ্যালির কারখানার সঙ্গেও প্রতিযোগিতা করছে রিভিয়ান।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিকল্পনার আওতায় থাকা কারখানাটিতে বার্ষিক দুই লাখ ইউনিট গাড়ি তৈরি হবে। তাছাড়া বছরে প্রত্যেক কর্মী অন্তত ৫৬ হাজার ডলার আয় করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও রবার্ট স্কারিঞ্জ ব্লুমবার্গ টেলিভিশনকে গত নভেম্বরে জানিয়েছিলেন, এ সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভালো কর্মী বেছে নেয়া। বর্তমানে ইলিনয়েসের নরমালে রিভিয়ানের যে কারখানা আছে, সেটাও বেশির ভাগ কারখানার মতোই ঐক্যবদ্ধ নয়।

টেসলার মতো রিভিয়ানও ডিলারের মাধ্যম ছাড়াই সরাসরি ভোক্তার হাতে গাড়ি পৌঁছে দেবে। জর্জিয়ায় প্রতিষ্ঠানটির প্লান্ট স্থাপনের কারণে অঙ্গরাজ্যটিকে একটি আইন শিথিল করতে হবে। সেই আইনটি সাধারণত উৎপাদকদের সরাসরি পণ্য বিক্রি থেকে বিরত করা হয়।

বর্তমানে রিভিয়ানের বাজারমূল্য ৯ হাজার ৫০০ কোটি ডলার। এক্ষেত্রে সংস্থাটি জেনারেল মোটরস বা ফোর্ডের থেকেও এগিয়ে রয়েছে।

বৈদ্যুতিক গাড়ি তৈরির সিদ্ধান্তকে সফলতা অর্জনের একটি বড় জায়গা বলেই মনে করছে রিভিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *