ছয় মাসের সর্বোচ্চে জাপানি রাবারের দাম
ফিউচার মার্কেটে শুক্রবার জাপানি রাবারের দাম বেড়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংকটাপন্ন প্রপার্টি মার্কেট পুনরুদ্ধারে চীন সরকার আরো কিছু পদক্ষেপ হাতে নেয়ার খবরে দেশটির বাজারে পণ্যটির চাহিদা বেড়েছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে প্রাকৃতিক রাবারের দর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ দুই বিষয় জাপানি রাবারের মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহের লক্ষ্যে করা চুক্তির দাম ৬ দশমিক ৭ ইয়েন বা ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ২২০ দশমিক ৯ ইয়েন, যা ১০ মার্চের পর সর্বোচ্চ।
অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জানুয়ারি সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৮০০ ইউয়ান বা ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬০ ইউয়ানে। ১০ মার্চের পর সেখানেও পণ্যটির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা গত বৃহস্পতিবার বাড়ি ক্রেতাদের সহায়তায় এ-সংক্রান্ত ঋণ নীতিমালা শিথিল করে একটি নোটিস জারি করে। প্রথমবারের মতো যারা বাড়ি কিনবেন, তাদের জন্য বিদ্যমান বন্ধকী ঋণের সুদহার কমানো হয়েছে। কিছু শহরে ডাউন পেমেন্ট রেশিও কমানো হয়েছে। এসব নীতিমালা শিথিল হওয়ায় চীনের বাজারে রাবারের চাহিদা বেড়েছে।