চোটের কারণে ৫০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেন
অ্যাঙ্কেলের চোটের কারণে প্রায় ৫০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন টটেনহ্যাম হটস্পারের সবচেয়ে সেরা তারকা হ্যারি কেন। চ্যাম্পিয়নস লিগের আগে এমন দুঃসংবাদে কপালে ভাঁজ পড়েছে টটেনহ্যাম কোচের। চোট এতই গুরুত্ব যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই তাকে পাচ্ছে না মৌরিসিও পচেত্তিনোর দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ১৪ গোল করে যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায় রয়েছেন কেন। গত রবিবার আচমকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির লিগামেন্টে চোট পান। চোট সারিয়ে ফিরবেন মার্চের শুরুতে। টটেনহ্যাম তাদের অধিনায়ককে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও পাবে না।
টটেনহাম বিবৃতিতে জানিয়েছে কেইনের চোটের সংবাদ, ‘প্রাথমিক বাছাইয়ের পর আমরা জানতে পেরেছি হ্যারি কেইনের বাম গোড়ালির লিগামেন্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মেডিক্যাল টিমের নিবিড় পর্যবেক্ষণে সে থাকবে। আশা করা যাচ্ছে সে আগামী মার্চে অনুশীলনে ফিরতে পারবে।’
কেনের ইনজুরির কারণে আগামী ২৪ জানুয়ারি কার্বো কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে খেলতে পারবেন না। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনালের সময়ও মাঠের বাইরে থাকতে হবে তাকে!