চুল দ্রুত লম্বা করার ম্যাজিক টিপ্স
চুলের যত্ন তো নেয়া হয়ই, তবু যেন ঠিকঠাকভাবে বাড়ছে না। এমন অভিযোগ অনেকেরই। লম্বা চুলের আকাঙ্ক্ষা অনেক নারীরই। কিন্তু হুট করেই তো চুল একলাফে লম্বা হতে পারে না। ঠিকভাবে যত্ন নিলে দ্রুত বাড়ে। উপায়গুলো জানা থাকলে আপনার চুলও লম্বা হবে দ্রুত।
সারাদিনের কাজের শেষে বাসায় ফিরতে যত রাতই হোক না কেন চুল না আঁচড়ে ঘুমাতে যাবেন না। চুলে যত বেশি ব্রাশ করবেন তত বেশি চুল তাড়াতাড়ি বাড়ে।
শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। কারণ অনেক সময় চুলের ডগা ফেটে যায়। তাই যদি ঠিকমতো চুলে কন্ডিশনার ব্যবহার করেন, দেখবে চুলের ডগাটাও ফেটে যাচ্ছে না, চুলকে বাড়তে সহায়তা করছে।
চুলের জন্য সবসময় ভালো নারিকেল তেল। যদি সপ্তাহে অন্তত একদিন স্ক্যাল্পে গরম নারিকেল তেল ম্যাসাজ করতে পারেন, তা অনায়াসে চুলের স্বাভাবিক গ্রোথকে বাড়ায়।
চুলের জন্য ডিমের মাস্ক ব্যবহার করতে পারেন। যেটা চুলকে পুষ্টি যোগাবে। চুলের স্বাস্থ্য ভালো হলে চুল বাড়ে আরও দ্রুত।
গোসল করে উঠে ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস আছে? থাকলে তাড়াতাড়ি বদলান। কেননা, এতে চুল পড়ার আশঙ্কা থাকে। একইভাবে চুলে ভেজা তোয়ালে জড়িয়ে রাখবেন না।
অ্যালোভেরা মাস্কও চুলের জন্য ভীষণ ভালো, এতে চুলের গোড়া মজবুত হয়, চুল বৃদ্ধিতে সহায়তা করে।