চীন থেকে ১০ লাখ পর্যটক আশা করছে তাইওয়ান
তিন বছর করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে চলতি বছরে পর্যটন খাত চাঙ্গা হওয়ার আশা করছে তাইওয়ান। মূল ভূখণ্ড চীন থেকে ২০২৩ সালে ১০ লাখের বেশি পর্যটকের প্রত্যাশা তাদের। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ লাখ পর্যটক আকর্ষণের চেষ্টা করছে শিল্পনির্ভর দেশটি। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
তাইওয়ানের পর্যটন খাতের উল্লেখযোগ্য অংশ মূল ভূখণ্ড চীননির্ভর। করোনাপূর্ব ২০১৯ সালে চীন থেকে ২৭ লাখ ৩০ হাজার পর্যটক এসেছিল। ২০১৫ সালে রেকর্ড ৪১ লাখ পর্যটক এসেছিল মেইনল্যান্ড থেকে।
চীনা পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যের মধ্যে রয়েছে দ্য ন্যাশনাল প্যালেস মিউজিয়াম, দ্য সান মুন লেক মাউন্টেন রিসোর্ট ও দ্বীপটির আশপাশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। পৃথিবীর অন্যান্য অঞ্চলের পর্যটকের চেয়ে চীনারা তাইওয়ানের দোকানপাট ও হোটেলে হাত খুলে ব্যয় করে।
তাইওয়ানে সাড়ে নয় হাজার ট্যুর গাইড, ৩ হাজার ৪০০ হোটেল ও ২ হাজার ৮০০ ট্রাভেল এজেন্সি কাজ করছে। করোনা মহামারীর কারণে গত তিন বছরে ধুঁকেছে তাইওয়ানের পর্যটন খাত। গত বছরের অক্টোবরে বিদেশী পর্যটকের জন্য সীমান্ত খুলে দেয়া হয়। ২০২৩ সালে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তাইওয়ান পর্যটন খাত।