চীনে ১০ বছরে ৭৩০টি হোটেল কিনবে হিলটন

স্টাফ রিপোর্টার

চীনে পর্যটন খাতে মধ্যবিত্তের উপস্থিতি ক্রমেই বাড়ছে। এ বাড়তি চাহিদাকে মাথায় রেখে চীনে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক হোটেল অপারেটর হিলটন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

এশিয়া-প্যাসিফিকের উন্নয়নবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্লারেন্স ট্যানের ভাষ্যমতে, ওয়াল্ডর্ফ অ্যাস্টোরিয়া ও কনরাড হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক গত বছর ১০০টি প্রোপার্টি চালু করার পর চীনে ব্যবসা বাড়ানোর চিন্তা করছে। আগামী ১০ বছরের মধ্যে তারা চীনে ৭৩০টিরও বেশি হোটেল চালুর পরিকল্পনা করেছে।

২০১৯ সালের আগ পর্যন্ত চীনে হিলটনের বড় অংশীদার ছিল এইচএনএ গ্রুপ। আর্থিক সংকটে পড়ায় মুখ ফিরিয়ে নেয় এইচএনএ গ্রুপ। বর্তমানে চীনজুড়ে ১৭০টি স্থানে হিলটন ৫১২টি হোটেল পরিচালনা করে।

কভিড-১৯ মহামারীর সময় সংকটে পড়ে এশিয়া-প্যাসিফিক জুড়ে হিলটন তার ৬০ শতাংশ প্রপার্টি বন্ধ করে দেয়, যা ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছর ধরে শিল্পটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্যান বলেন, ‘আমরা বছরের প্রথমার্ধে চীনে হোটেল ব্যবসার প্রসার হতে দেখেছি। চীনে অভ্যন্তরীণ ভ্রমণ দ্রুত হারে বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী ইতিবাচক প্রবণতা প্রত্যক্ষ করেছি।’

জানুয়ারি থেকে অবসর যাপনের অনুষঙ্গ হিসেবে পর্যটন খাতের চাহিদা বেড়েছে। ফলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হোটেলগুলোর পারফরম্যান্স ক্রমাগত বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *