চীনে শস্য আমদানি কমেছে
চীন বিশ্বের অন্যতম শীর্ষ শস্য আমদানিকারক দেশ। চলতি বছরের আগস্টে দেশটিতে ভুট্টা, গম, যবসহ সব ধরনের শস্য আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের জের ধরে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় গত আগস্টে চীনা আমদানিকারকরা শস্য আমদানি কমিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স ও এগ্রিমানি।
গম আমদানিকারক দেশগুলোর তালিকায় চীনের অবস্থান বিশ্বে ১৩তম। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালের আগস্টে চীনে সব মিলিয়ে ১ লাখ ৪০ হাজার টন গম আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৬ শতাংশ কম।
চীন বিশ্বের দশম শীর্ষ ভুট্টা আমদানিকারক দেশ। গত আগস্টে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা মোট ৩ লাখ ৩০ হাজার টন ভুট্টা আমদানি করেছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শস্যটির আমদানি ১৩ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০১৭ সালের আগস্টে চীনের বাজারে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫১৮ টন ভুট্টা আমদানি হয়েছিল। অর্থাৎ বছরান্তে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি কমেছে ৪৭ হাজার ৫১৮ টন। চীনে আমদানি করা ভুট্টা ও গমের এক-তৃতীয়াংশ এককভাবে জোগান দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে চলতি বছরের আগস্টে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার টন যব আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ কম।
২০১৭ সালের আগস্টে দেশটিতে মোট ৭ লাখ ৮১ হাজার ৬৬৯ টন যব আমদানি হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজার থেকে চীনে যব আমদানি কমেছে ২ লাখ ৩১ হাজার ৬৬৯ টন। বিশ্বের শীর্ষ যব আমদানিকারক দেশ চীনে চলতি বছর শেষে মোট ৯৫ লাখ টন যব আমদানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ), যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৮৫ শতাংশ বেশি।