চীনে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পাবে সিঙ্গাপুর-ব্রুনাই
স্টাফ রিপোর্টার
চলতি সপ্তাহ থেকে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকদের জন্য ১৫ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা পুনরায় চালু করবে চীন। কভিড-১৯-এর কারণে তিন বছরেরও বেশি সময় ধরে ভিসা স্থগিত ছিল। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, দর্শনীয় স্থান পরিদর্শন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা ও ভিসা ছাড়াই ট্রানজিটের জন্য চীনে প্রবেশ করতে পারবেন।
চীন ডিসেম্বরে জিরো কভিড-১৯ ব্যবস্থার অনেকটাই প্রত্যাহার করে নিয়েছিল। তবে মার্চ থেকে পর্যটন ভিসা প্রদান পুনরায় চালু করেছে। চীনও তার নাগরিকদের জন্য সিঙ্গাপুরে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাওয়ার চেষ্টা করছে। রয়টার্স