চীনে বার্ষিক ১০ লাখ ইভি উৎপাদন করবে ফক্সওয়াগন

স্টাফ রিপোর্টার

২০২৩ সালের মধ্যে চীনে ১০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদন করবে ফক্সওয়াগন। সম্প্রতি চীনের আনহুই প্রদেশে একটি নতুন কারখানা স্থাপন করেছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রালফ ব্র্যান্ডস্টেটার এক সাক্ষাত্কারে এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।

২০১৯ সালে জিয়ানঘুয়াই অটোমোবাইল করপোরেশনের (জেএসি) সঙ্গে যৌথভাবে আনহুইর কারখানাটি খোলার ঘোষণা দেয়া হয়। ২০২৩ সালে কারখানাটিতে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন শুরু হবে। কারখানাটিতে এক বছরে তিন লাখ ইভি উৎপাদন হবে।

এছাড়া এফএডব্লিউ গ্রুপ ও এসএআইসি মোটরের সঙ্গে যৌথভাবে ইভি উৎপাদনের চুক্তি রয়েছে ফক্সওয়াগনের। এর মাধ্যমে এক বছরে ১০ লাখ ইভি উৎপাদনের সক্ষমতা অর্জন করবে গাড়ি নির্মাতা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিদায়ী বছর চীনে ৭০ হাজার ৬২৫টি আইডি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করে ফক্সওয়াগন। ৮০ হাজার থেকে এক লাখ নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে কম ছিল গত বছরের বিক্রি। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে চিপ-সম্পর্কিত প্রতিবন্ধকতার কারণে বিক্রি ব্যাহত হয়।

ফক্সওয়াগনের চীনা প্রধান স্টিফেন ওয়োলেনস্টেইন বলেন, এ বছর ইভির আইডি গাড়ি বিক্রি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে সেমিকন্ডাক্টর সরবরাহ ঘাটতি বিক্রি ব্যাহত করতে পারে বলে আশঙ্কাও করছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *