চীনে তামা আমদানি ১০ মাসের সর্বোচ্চে

স্টাফ রিপোর্টার

চীনের তামা আমদানি গত অক্টোবরে ১০ মাসের সর্বোচ্চে উঠেছে। গতকাল দেশটির শুল্ক তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। মজুদ কমে যাওয়ায় ও কারখানাগুলোয় চাহিদা বৃদ্ধি এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে।

বিশ্বে তামার বৃহত্তম ভোক্তা চীন। দেশটিতে নির্মাণ, পরিবহন ও বিদ্যুৎ খাতে  ধাতুটি ব্যপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস দপ্তরের পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে চীনে অ্যানোড, পরিশোধিত ও অর্ধপরিশোধিত তামাজাত পণ্যসহ অপরিশোধিত তামা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ১৬৮ টন, যা গত ডিসেম্বরের পর সর্বোচ্চ।

চলতি বছরের অক্টোবরে তামা আমদানি বেড়েছে গত বছরের একই মাসের তুলনায় ২৩ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের অক্টোবরে শিল্প ধাতুটি মোট আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৪ হাজার ৪১৪ টন। সে সময় কভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে দেশটির শিল্প খাতে তামার চাহিদা বেশ কমে গিয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোয় চীনে তামার মজুদ বেশ কমে গিয়েছিল। গত ২৭ অক্টোবর পর্যন্ত সাংহাই ফিউচার এক্সচেঞ্জে ধাতুটির মজুদ ১৩ মাসের সর্বনিম্নে নেমেছিল। এ সময় গত মার্চের সর্বোচ্চ মজুদ থেকে ৮৫ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ১ শতাংশ নেমে গিয়েছিল।

মজুদ কমে যাওয়ায় অক্টোবরের তামা আমদানিও আগের মাসের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় গত বছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ ৬ দশমিক ৭ শতাংশ কম ছিল। চীনের পরিশোধিত তামার মাসিক উৎপাদন মার্চ থেকে রেকর্ড ১০ লাখ টনের ওপরে রয়েছে। ফলে দেশটিতে আকরিক তামার আমদানি চাহিদা বেড়েছে।

কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের প্রথম ১০ মাসে তামার মোট আমদানির পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ ৪০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *