চীনে আকরিক লোহার দাম সর্বোচ্চের কাছাকাছি

চীনে আকরিক লোহার দাম বাড়তে শুরু করেছে। সর্বশেষ কার্যদিবসে দেশটির ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম আগের দিনের তুলনায় প্রায় দেড় শতাংশ বেড়ে আট মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। মূলত এক্সচেঞ্জের ওয়্যারহাউজে আকরিক লোহার মজুদ কমে আসার জের ধরে চীনে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে শুরু করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া ও রয়টার্স।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি টন আকরিক লোহা বিক্রি হয় ৫৪২ ইউয়ানে (চীনা মুদ্রা), যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। দিনের শুরুতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৫৪৬ দশমিক ৫০ ইউয়ান বা ৭৯ ডলারে উঠেছিল। গত আট মাসের মধ্যে দেশটিতে এটাই আকরিক লোহার দ্বিতীয় সর্বোচ্চ দাম।

মূলত মজুদ কমে আসার জের ধরে চীনের বাজারে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে শুরু করেছে। গত শুক্রবার ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জের ওয়্যারহাউজে আকরিক লোহার মজুদ দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টনে, যা আগের সপ্তাহের তুলনায় দেড় লাখ টন কম।

এর আগে গত জুনে আকরিক লোহার মজুদ দাঁড়িয়েছিল ১৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টনে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই ব্যবহারিক ধাতুটির সর্বোচ্চ মজুদ। বর্তমানে আকরিক লোহার মজুদ জুনের তুলনায় ১১ শতাংশ কমে এসেছে। চীনের ইস্পাত উৎপাদন শিল্পে বাড়তি চাহিদার কারণে মজুদ কমে আকরিক লোহার দাম বাড়তে শুরু করেছে।

চীনের বন্দরনগরী রিঝোর ব্যবসায়ীরা জানান, ইস্পাত উৎপাদনে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ কারণে আকরিক লোহার চাহিদাও কয়েক গুণ বেড়েছে। এর জের ধরে একদিকে বেচাকেনা বেড়ে যাওয়া, অন্যদিকে মজুদ কমে আসায় আকরিক লোহার বাজার চাঙ্গা হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *