চীনে অ্যালুমিনিয়াম আমদানি কমেছে
এপ্রিলে চীনের অ্যালুমিনিয়াম আমদানি আগের মাসের তুলনায় ৩৭ দশমিক ৭ শতাংশ কমেছে। স্থানীয় বাজারে ধাতুটির নিম্নমুখী ব্যবহার ও বিদেশের বাজারে দাম বেড়ে যাওয়া আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশটির সরকার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
তথ্য বলছে, এপ্রিলে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ২৮৯ টনে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৮১ হাজার ১৩৯ টন। চলতি বছরের মার্চের তুলনায় আমদানি ১১ দশমিক ১ শতাংশ কমেছে।
চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী। গত চার মাসে দেশটি দুই লাখ টনের কম করে অ্যালুমিনিয়াম আমদানি করেছে। দেশটিতে ব্যবহার কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে কঠোর লকডাউন।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, এদিকে আমদানি কমলেও ধাতুটির রফতানি বেড়েছে। এপ্রিলে রফতানি হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮৬৩ টন, যা আগের মাসের তুলনায় ৩৬ দশমিক ৫ শতাংশ বেশি।
অন্যদিকে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক উৎস বক্সাইট আমদানি হয়েছে ১ কোটি ১১ লাখ ৩০ হাজার টন। মার্চের তুলনায় আমদানি ৪ দশমিক ৯ শতাংশ কমেছে।