চীনের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার হচ্ছে রাশিয়া

স্টাফ রিপোর্টার

রাশিয়া চীনের দ্বিতীয় বৃহৎ বৈদেশিক বাণিজ্য অংশীদার হতে যাচ্ছে বলে জানিয়েছেন মস্কোভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান রোসনেফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইগর সেচিন। বেইজিংয়ে রাশিয়া-চাইনিজ এনার্জি বিজনেস ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন। যদিও চীন এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার বাণিজ্য অংশীদার হিসেবে প্রথম সারিতেই রয়েছে। খবর আরটি

সেচিন জানান, দেশ দুটির মধ্যে বাণিজ্য অব্যাহত থাকলে রাশিয়া আগামী বছরগুলোয় জাপান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরেই চীনের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদারে পরিণত হবে। চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য প্রায় ৩০ শতাংশ বেড়ে ১৭ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। সেচিন আশাবাদী চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্য ২০ হাজার কোটি ডলার অতিক্রম করতে পারে। দেশ দুটির মধ্যে পাঁচ বছরে মোট বাণিজ্য ৬৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। চীনে রাশিয়ান রফতানির ৭৫ শতাংশেরও বেশি জ্বালানি পণ্য।

সেচিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া উভয়ই অর্থনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আশা করছেন, চীনের বর্তমান অর্থনৈতিক মডেল বাহ্যিক ধাক্কাগুলোকে সহ্য করে আরো স্থিতিশীল অবস্থায় পৌঁছবে।

যদিও রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি তাদের বাণিজ্যিক প্রতিযোগীদের কাছে উদ্বেগের ও সমালোচনা বাড়িয়েছে। তবে দেশ দুটির মধ্যে অংশীদারত্বের সম্পর্ক পারস্পরিক উপকার বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *