চীনের জ্বালানি তেল আমদানি বেড়েছে
চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে আগস্টের তুলনায় বেড়েছে। পরিশোধন প্রতিষ্ঠানগুলোয় ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করেছে। জ্বালানি পণ্যের বাজার বিশ্লেষক অয়েলএক্স সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে দেশটিতে পরিশোধন প্রক্রিয়ার হার বেড়েছে। এটি দৈনিক ১ কোটি ৩৭ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। আগস্টের তুলনায় পরিশোধন দৈনিক ৬ লাখ ৭৮ হাজার ব্যারেল বেড়েছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় পরিশোধন প্রক্রিয়ার হার নিম্নমুখী। তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় আমদানি ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। দেশটির দৈনিক গড় আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ লাখ ১০ হাজার ব্যারেলে।
অয়েলএক্সের আগে রয়টার্সের ক্লাইড রাসেল জানান, এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে। আর এ অঞ্চলের মোট আমদানির বেশির ভাগই এসেছে চীন থেকে। রেফিনিটিভ অয়েল রিসার্চের দেয়া তথ্য বলছে, গত মাসে চীন গড়ে দৈনিক ১ কোটি ১ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। আগস্টের তুলনায় আমদানি দৈনিক ৬ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই চীন রুশ জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাশিয়া। বাদ যায়নি দেশটির জ্বালানি খাতও। এমন পরিস্থিতিতে রাশিয়ায় বিকল্প বাজার হিসেবে এশিয়ার দেশগুলোয় জ্বালানি তেল রফতানি বাড়াতে শুরু করেছে। বিশেষ করে চীন ও ভারত দেশটি থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে। রুশ জ্বালানি তেলে ব্যাপক মূল্যছাড় এ অঞ্চলের ক্রেতাদের সুবিধা দিচ্ছে।
চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। দেশটিতে পণ্যটির চাহিদা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আর ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতেই দেশটি আমদানি বাড়াচ্ছে। তবে করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগ এখনো কাটেনি। অনেক বড় শহরে সংক্রমণ বাড়ছেই। ফলে চাহিদা বৃদ্ধির এ ধারা স্থায়ী হবে না বলেও মনে করছেন কেউ কেউ।
এদিকে চীনের আমদানি বৃদ্ধি ইউরোপের দেশগুলোর জন্য ভালো সংবাদ বলে উল্লেখ করেছে অয়েলএক্স।
চলতি বছরের প্রথম আট মাসে চীন সব মিলিয়ে ১৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। এদিকে বছরের প্রথম আট মাসেও আমদানি ৫ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে দেশটি সব মিলিয়ে ৩৪ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।