চীনা ইস্পাত পণ্যে আমদানি শুল্ক আরোপ করবে ভিয়েতনাম
চীন থেকে আমদানীকৃত কিছু ইস্পাত পণ্যের ওপর ২৭ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং লেভি (শুল্ক) আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি নথির সূত্র ধরে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নথি অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকে হট রোলড ইস্পাত পণ্যের ওপর এ শুল্ক কার্যকর হবে। এটি ১২০ দিন পর্যন্ত স্থায়ী হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, অ্যান্টি-ডাম্পিং লেভি এক ধরনের কর বা শুল্ক। বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিদেশী কোনো পণ্য আমদানি করা হলে সরকার এ ধরনের শুল্ক আরোপ করে থাকে। এ শুল্কের উদ্দেশ্য দেশের স্থানীয় শিল্প ও বাজারকে সুরক্ষা দেয়া।
জানা গেছে, চীনা কোম্পানি বাওশান আয়রন অ্যান্ড স্টিল ও ম্যানশান আয়রন অ্যান্ড স্টিলের ওপর ২৭ দশমিক ৮৩ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া গুয়াংসি লিউঝো আয়রন অ্যান্ড স্টিল গ্রুপের ওপর ১৯ দশমিক ৩৮ শতাংশ শুল্ক আরোপ হবে। তবে ভারতের হট-রোলড ইস্পাত পণ্যের ওপর অ্যান্টি -ডাম্পিং শুল্ক আরোপ করা হবে না বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
ভিয়েতনাম প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটি প্রায় ৮৮ লাখ টন হট রোলড ইস্পাত আমদানি করেছে, যার ৭২ শতাংশের হিস্যা ছিল চীনের। এছাড়া গত বছর চীন থেকে আমদানি করা ইস্পাত ও আকরিক লোহা এবং ইস্পাত পণ্যের মূল্য ছিল প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।