চিনি রফতানিতে ইউক্রেনের রেকর্ড প্রবৃদ্ধি
ইউক্রেনের রফতানি পণ্যের অন্যতম চিনি। চলতি ২০১৮-১৯ মৌসুমের প্রথম চার মাসে (সেপ্টেম্বর-ডিসেম্বর) ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত চিনি রফতানি আগের মৌসুমের তুলনায় ১৪ শতাংশের বেশি বেড়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সুগার প্রডিউসার্স ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও ইউক্রেনএগ্রোকনসাল্ট।
এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইউক্রেন থেকে রেকর্ড নয় লাখ টন চিনি রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭০ শতাংশ বেশি। চলতি বছর শেষে দেশটি থেকে চিনি রফতানি ২ দশমিক ২২ শতাংশ কমে ৮ লাখ ৮০ হাজার টনে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
চিনি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ইউক্রেনের অবস্থান বিশ্বে ১৫তম। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ চিনি রফতানি হয়। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউক্রেন দশম অবস্থানে রয়েছে। প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ইউক্রেনে চিনির নতুন বিপণন মৌসুম শুরু হয়। চলে পরের বছরের ৩১ আগস্ট পর্যন্ত।
ইউক্রেনের সুগার প্রডিউসার্স ইউনিয়নের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ মৌসুমের প্রথম চার মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ লাখ ৯৮ হাজার ৯০০ টন চিনি রফতানি হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি।
২০১৬-১৭ মৌসুমে ইউক্রেন থেকে সবচেয়ে বেশি চিনি রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওই সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭ লাখ ৬৯ হাজার ৩০০ টন চিনি রফতানি হয়েছিল। ২০১৭-১৮ মৌসুমে ইউক্রেন থেকে পণ্যটির রফতানি কমে দাঁড়ায় ৫ লাখ ৬০ হাজার ৪০০ টনে। চলতি মৌসুম শেষে ইউক্রেন থেকে চিনি রফতানি আগের মৌসুমের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে বলেও প্রাক্কলন করেছে প্রতিষ্ঠানটি।