চালকবিহীন জলযান ‘আব্রা’ চালু করেছে দুবাই
দুবাইয়ের জলপথে চালু হচ্ছে চালকবিহীন জলযান ‘আব্রা’। নগরীটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) বলছে, পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বিদ্যুচ্চালিত আব্রা চালু হয়েছে। স্বচালিত এ জলযান আটজন যাত্রী পরিবহনে সক্ষম। আরটিএর আল গারহাউদ ম্যারিন মেইনটেন্যান্স সেন্টারে বাহনটি নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে আব্রার ঐতিহ্য সুরক্ষিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। শুরুতে আল জাদ্দাফ স্টেশন থেকে ফেস্টিভ্যাল সিটি স্টেশনে যাত্রী পরিবহন করবে জলযানটি। আরটিএর মহাপরিচালক মাত্তার আল তায়ের জানান, ২০৩০ সালের মধ্যে দুবাইয়ের যানবাহনের ২৫ শতাংশ স্বচালিত করার লক্ষ্যমাত্রা নগর কর্তৃপক্ষের। তার অংশ হিসেবে এবার জলপথেও আসছে স্বচালিত ও বিদ্যুচ্চালিত গাড়ি। তিনি আরো জানান, আব্রা তৈরিতে ফাইবারগ্লাস ব্যবহার হয়েছে, যা এর ওজন কমিয়ে দিয়েছে। দুটি বিদ্যুচ্চালিত মোটরে পরিচালিত বাহনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় সাত নটিক্যাল মাইল। অ্যারাবিয়ান বিজনেস