চাকরির বয়স ৩৫ না করা হলে সারাদেশে অবরোধ

চাকরিতে যোগদানের বয়স ৩৫ করা যাবে না- জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এমন বক্তব্য ‘ডাহা মিথ্যা’ ছাড়া আর কিছু নয় বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। চাকরিতে যোগদানের বয়স ৩৫ না করা হলে রমজানের ঈদের পর দেশ অবরোধের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন তারা।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্য প্রত্যাহার ও চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার আহ্বান জানাচ্ছি। যদি আগামী রোজার ঈদের আগে এ সিদ্ধান্ত না নেয়া হয়, তাহলে ঈদের পর অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে।

অবরোধের মতো কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৩৫ প্রত্যাশীদের মানসিকভাবে প্রস্তুতি নেয়ার অনুরোধ জানান তিনি।

One thought on “চাকরির বয়স ৩৫ না করা হলে সারাদেশে অবরোধ

  • May 1, 2019 at 8:09 pm
    Permalink

    যিনি বলেছেন যে ভার্সিটিগুলোতে সেশনজট নেই এটা একটা ভুল ইনফরমেশন। এখনও অনেক ভার্সিটিতেই সেশনজট আছে। বিএসসি করতে সাড়ে ৫ বছর আর মাস্টার্স করতে আড়াই বছর লাগে। এই মোট ৮ বছরের পড়া শেষ করতেই একজনের লাগে ২৭ বছর মানে ২৮ এর কাছাকাছি।
    তো থাকে আর কয়টা বছর এর মাঝে চাকুরির পড়াশোনা প্রস্তুতি নিতে ১ থেকে ২ বছর লাগে।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *