চলতি বছর বিনিয়োগ কমাবে দ. কোরিয়ার ৪০% কনগ্লোমারেট

স্টাফ রিপোর্টার

দেশে ও বিদেশে বিনিয়োগ কমানোর চিন্তাভাবনা করছে দক্ষিণ কোরিয়ার কনগ্লোমারেটগুলো। বার্তা সংস্থা ইয়োনহাপ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রতি ১০ কনগ্লোমারেটের চারটিরও বেশি বিনিয়োগ কমানোর চিন্তা করছে।

কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (কেআইটিএ) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০২৩ সালে ব্যবসা পরিস্থিতি খারাপ হবে এমন আশঙ্কা জরিপে অংশ নেয়া ১ হাজার ৩২৭ কোম্পানির মধ্যে ৪৭ শতাংশের। মাত্র ১৬ দশমিক ৯ শতাংশের আশাবাদ, এ বছরে তাদের ব্যবসা ঘুরে দাঁড়াবে। এ রকম নেতিবাচক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে ২০২৩ সালে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ২৯ দশমিক ৫ শতাংশ কোম্পানি। দেশে ও বিদেশে বিনিয়োগ কমাবে বৃহদাকার কোম্পানি বা কনগ্লোমারেট প্রতিষ্ঠানের ৪৩ শতাংশ। সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানের ৪৫ শতাংশ বলছে, ২০২৩ সালে নতুন বিনিয়োগ বন্ধ থাকবে তাদের।

জ্বালানির উচ্চমূল্য ও রফতানিতে শ্লথগতির কারণে সাম্প্রতিক মাসগুলোয় বাণিজ্য ঘাটতির মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। বৈশ্বিক অর্থনীতিতে মন্দা ও সরবরাহ চেইনে মন্দা এ সংকট আরো বাড়িয়ে দিয়েছে।

২০২২ সালে দক্ষিণ কোরিয়ার রফতানি বছরওয়ারি ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। কিন্তু রেকর্ড সর্বোচ্চ বাণিজ্য ঘাটতিতে পড়েছে এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতিটি। গত বছরের শেষ মাসে সিউলের রফতানি কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে টানা তিন মাস রফতানি কমল তাদের।

২০২৩ সালে রফতানি ৪ দশমিক ৫ শতাংশ সংকোচনের আশঙ্কা করছে সরকার। দ্য ব্যাংক অব কোরিয়া গত নভেম্বরে এক পূর্বাভাসে জানায়, ২০২৩ সালে দেশটির প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *