চমক দেখালো গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
গত সপ্তাহ পতনের মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার প্রায় তিনগুণেরও বেশি। এ পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের চমক দেখিয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে মিউচুয়াল ফান্ডটির ইউনিট আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়ে মিউচুয়াল ফান্ডটির দাম বেড়েছে। এতে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ মিউচুয়াল ফান্ডটি।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ৩০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম বেড়েছে ২ টাকা ৭০ পয়সা। এতে এক সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৭ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৯ টাকা।
দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মিউচুয়াল ফান্ডটি বিক্রি করে দিয়েছেন। ফলে গত সপ্তাহজুড়ে ফান্ডটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।
হঠাৎ এমন দাম বাড়া মিউচুয়াল ফান্ডটি দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে ছিল। গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়া এ মিউচুয়াল ফান্ডটি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য চালু করে।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএল) ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা দেয়।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রি-আইপিও প্লেসমেন্টের ৫ কোটি টাকা দেয়। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হয়। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
পুঁজিবাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নিয়ে আসা হয়। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের স্পন্সর হল ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে।
তালিকাভুক্তির প্রথম বছরেই মিউচুয়াল ফান্ডটি বিনিয়োগকারীদের ১ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইউনিট প্রতি মুনাফা হয়েছে ১৫ পয়সা।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম বেড়েছে ২২ দশমিক শূন্য ৮ শতাংশ। ১৬ দশমিক ৪৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- কোহিনুর কেমিক্যালের ১৬ দশমিক ৪৬ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ১৫ দশমিক ৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশের ১৩ দশমিক ৪৯ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ১১ দশমিক ৭১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১০ দশমিক ৮৩ শতাংশ, রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইনস্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০ দশমিক ১০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯ দশমিক ৬৩ শতাংশ দাম বেড়েছে।