চট্টগ্রামে বাণিজ্য মেলায় ভারতীয় ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরে সিআইআই’র সঙ্গে অনুষ্ঠিত সভায় এসএমই এবং এগ্রো প্রোডাক্টস ক্লাস্টার গ্রোথ ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চিটাগাং চেম্বারে সিআইআই’র সফর ও অনুষ্ঠিত এ সভা এসএমই এবং এগ্রো প্রোডাক্টস ক্লাস্টার গ্রোথের প্রেক্ষাপটে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে নতুন মাত্রার সম্পর্ক স্থাপন করবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে রিজিওনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনে রূপান্তরিত করতে বর্তমান সরকারের উদ্যোগে এ অঞ্চলে অবকাঠামো উন্নয়নের বিপ্লব সাধিত হচ্ছে।

সিআইআই’র পরিচালক অমিত কুমারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের অন্য দুই সদস্য সুরেন্দ্র শ্রীভাস্তাভা ও সিদ্দিক আখতার মতবিনিময় সভায় অংশ নেন।

ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতসহ এতদঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে।

তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহের কানেক্টিভিটি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিডার পরিচালক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আশিফুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক মোর্শেদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *