চট্টগ্রামে ওয়ালটন ব্যাটারির প্রোগ্রাম ‘জোন কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বন্দরনগরী চট্টগ্রামে ব্যাটারি ব্যাবসায়ী ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ে ওয়ালটন ব্যাটারির জোন কানেক্ট ২০২৫ কার্যক্রম।

গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কনফারেন্স হলে প্রায় দেড় শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে ওয়ালটন ব্যাটারির পরিচিতি, সচেতনতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে ওয়ালটনের ব্যাটারি সম্পর্কে ব্যাটারি টেকনিশিয়ানদের জন্য বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন ব্যাটারির হেড অব সেলস মো. বাবর আলী, আর এন ডি থেকে নাহিদ আল মাহমুদ, ব্র্যান্ড ম্যানেজার তৌসিফ আহমেদ প্রীতম ও প্রোডাক্ট ম্যানেজার ওয়াজেদুল ইসলাম।

বাজারে এখন ওয়ালটন ব্যাটারি ৩টি ক্যাটাগরিতে ৫টি ব্র্যান্ড নিয়ে সফলতার সাথে ব্যাবসা করে যাচ্ছে। স্মল অ্যাপ্লায়েন্সে পাওয়ার মাস্টার ও স্কাই ভোল্টজ ব্যাটারি, মোটর সাইকেলে রোড রাইডার ও হাইপার ভোল্টেজ ব্যাটারি এবং অনলাইন ইউপিএস-এ পাওয়ার মাস্টার ব্যাটারি।

এছাড়া বাজারে শিগগিরই গ্র্যাভিটন নামে গাড়ির ব্যাটারি নিয়ে আসছে ওয়ালটন।

জোন কানেক্ট-২০২৫ প্রোগ্রামে চট্টগ্রাম জেলা মহানগর ছাড়াও কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক ব্যাটারি টেকনিশিয়ান অংশ নেন।

অনুষ্ঠানে ওয়ালটন ব্যাটারির বিভিন্ন টেকনিক্যাল দিক, কার্যকারিতা, দীর্ঘস্থায়ীত্ব এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *