চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিরীক্ষা কর্মশালা
চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবিএল) দিনব্যাপী এক অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) চট্টগ্রামের এক হোটেলে এআইবিএল ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট, আইসিসি উইং এবং চট্টগ্রাম জোনাল অফিসের যৌথ উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন হয়।
“ক্রীয়েটিং আওয়ারনেস অন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এক্টিভিটিস ইন এআইবিএল” শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সুপারভিশন) মো. আরিফ হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি অ্যান্ড আইসিসি উইংয়ের প্রধান আকতার কামাল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট ইন্সপেকশন ডিভিশনের এসভিপি কামাল হোসেন এফসিএ, আইসিসি সেক্রেটারিয়েটের এভিপি শরীফুল ইসলাম, অডিট মনিটরিং ডিভিশনের এভিপি মো. শামসুল আরেফিন, ট্রেনিং ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের এভিপি ও ফ্যাকাল্টি মেম্বার এস. এম. জুলকার নায়েন প্রমুখ।