চট্টগ্রামের পোশাক শ্রমিকদের গণটিকা প্রথম ডোজ প্রদান সম্পন্ন
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামস্থ পোশাক শিল্প শ্রমিকদের মাঝে কভিড গণটিকা (প্রথম ডোজ) প্রদান শেষ করা শনিবার (১৮ ডিসেম্বর, ২০২১), চট্টগ্রামের দি নীড এ্যাপারেলস্্ লিঃ-এ গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। গুটিকা পরিদর্শন করছেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।