চকবাজারে চুলায় তৈরি হচ্ছে লোশন-ক্রিম
রাজধানীর চকবাজারের নকল কসমেটিকসের কারখানায় অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৫ মার্চ) রাতে চকবাজারের দেবিদাস ঘাট লেনে এই অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে একটি ঘরে নকল কসমেটিকসের কারখানা পাওয়া যায়। সেখানে বিভিন্ন পাতিলে বিপুল পরিমাণ নকল ক্রিম ও লোশন তৈরির কাচামাল পাওয়া গেছে।
ক্লিক করে আমাদের সাথে থাকুন
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল কসমেটিকস পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
সর্বশেষ রাত পৌনে ১টা পর্যন্ত অভিযান চলছিল।