ঘুরে দাঁড়াচ্ছে থাইল্যান্ডের অর্থনীতি
স্টাফ রিপোর্টার
বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে গতিশীল ছিল থাইল্যান্ডের অর্থনীতি। বেসরকারি খাতে কার্যক্রম বৃদ্ধি ও পর্যটন শিল্পের প্রসার সহায়তা করেছে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে। উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে জিডিপিতে। সম্প্রতি ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনইএসডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। খবর রয়টার্স।
থাইল্যান্ডের বিরোধী দল সম্প্রতি নির্বাচনে জয়লাভ করেছে। ফলে নতুন সরকার গঠনের অপেক্ষা করছে দেশটি। ঘোষিত হবে বাণিজ্য ক্ষেত্রে নতুন নীতিমালা। চীনের অর্থনৈতিক বিধিনিষেধ তুলে নেয়ার পর গতি পায় চাহিদা। পর্যটন খাতের এ পুনরুদ্ধারের ঘটনা রফতানি কমে যাওয়ার ক্ষত অনেকাংশেই পূরণ করবে।