গ্রামাঞ্চলে ইভি বিক্রি আশানুরূপ বাড়াতে পারছে না চীন
গ্রামাঞ্চলে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবহার বাড়ানোর প্রকল্পে চ্যালেঞ্জের মুখোমুখি চীন। রাইডশেয়ার চালক হু হ্যাং নামে এক চীনা যুবকের কাছ থেকে প্রকল্পটি আশানুরূপ সাড়া না পাওয়ার কারণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রায় ১০ লাখ বাসিন্দার কাউন্টি তাংহে থেকে ৩২০ কিলোমিটার দূরের জেংঝো উৎপাদন কেন্দ্রে যাত্রী পরিবহন করেন ২৮ বছর বয়সী এ যুবক। তার ডিজেলচালিত ম্যাক্সাস জি১০-এ প্রতিদিন কারখানা শ্রমিক, ছাত্র ও রোগীদের নিয়ে যাওয়া আসা করে।
এসএআইসি মোটর করপোরেশনের সাত সিটের একটি মিনিভ্যানের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার ইউয়ান বা ২৫ হাজার মার্কিন ডলার। তবে হুয়ের দরকার সারাদিন রাস্তায় চলার মতো যথেষ্ট সক্ষমতার গাড়ি। এ ধরনের সক্ষমতার একটি বৈদ্যুতিক গাড়ি নিতে হলে তাকে ঝেজিয়াং গিলি হোল্ডিং গ্রুপ কোংয়ের প্রিমিয়াম জিকর ব্র্যান্ডের ০০৯ মাল্টি-পারপাস ভ্যানের মতো কোনো একটা কিনতে হবে। এ মডেলের দাম প্রায় ৪ লাখ ৯৯ হাজার ইউয়ান, যা হুয়ের ক্রয়ক্ষমতার বাইরে। হু বলেন, ‘আমি মনে করি ইভি একসময় অবশ্যই পেট্রল গাড়িকে ছাড়িয়ে যাবে। তবে আমি এ মুহূর্তে এটা কেনার জন্য প্রস্তুত না।’
ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, চীনের হাজারো ছোট শহর ও গ্রাম এলাকায় বসবাসকারী কোটি মানুষের কাছে এটা কেবল দামের ব্যাপার নয়। চার্জিং স্টেশনের সংকট এবং ডিলারশিপের অভাবও বিদ্যুচ্চালিত গাড়ি কিনতে মানুষকে নিরুৎসাহিত করছে।
আছে চাহিদার সঙ্গে কিছু অসামঞ্জস্যতাও। সাংহাই ও শেনজেনের সম্পদশালী মহানগরীতে প্রযুক্তি বোঝাই ইভি বেশ জনপ্রিয় হলেও সেখান থেকে গ্রামীণ এলাকায় কাজের যন্ত্রপাতি থেকে শুরু করে খামারের পণ্য সবকিছু নিয়ে যাওয়ার জন্য আরো শক্তিশালী ভ্যান এবং হালকা ট্রাকের প্রয়োজন।
প্রতিবেদন বলছে, চীন বিশ্বের বৃহত্তম পরিবেশবান্ধব গাড়ির বাজার। দেশটির বড় শহরগুলোয় ২০২২ সালে এ ধরনের ৫৬ লাখ ৭০ হাজার গাড়ি বিক্রি হয়েছে।
তবে ব্লুমবার্গএনইএফয়ের মতে, সামগ্রিক বিক্রির পরিমাণ কমে যাচ্ছে এবং স্বল্পোন্নত অঞ্চলে ইভির চাহিদা এখনো তুলনামূলক কম। ২০২৩ সালের প্রথম চার মাসে গ্রামাঞ্চলে নতুন গাড়ি বিক্রির পরিমাণ ২১ শতাংশ, যেখানে বৃহত্তম শহরগুলোয় এ হার প্রায় ৪০ শতাংশ। ব্যবধানটি দেশের গাড়ি শিল্পকে এগিয়ে নেয়ার এবং ২০৬০ সালের মধ্যে গাড়ির নিট কার্বন নির্গমন শূন্য করার চীনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে গুরুত্বপূর্ণ।
বিক্রি বাড়াতে কেন্দ্রীয় সরকার ১৫ জুন ‘গ্রিন কারস গোয়িং রুরাল’ বা ‘গ্রামে চলবে বিদ্যুচ্চালিত গাড়ি’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেছে। গাড়ি কোম্পানি এবং স্থানীয় সরকার লাইভ স্ট্রিমিং ও অফলাইন শোকেসে ৬৯টি বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড মডেলের প্রচারণা চালাবে। যার আওতায় প্রায় ১০টি মিনিভ্যান এবং হালকা ট্রাকসহ বিজ্ঞাপন চালানো বেশির ভাগই মাইক্রো কার, সেডান ও এসইউভি।
সামগ্রিকভাবে গাড়ি বিক্রি বাড়াতে এ প্রচারাভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। জুনের শুরু থেকে এ ক্যাম্পেইন চালু হওয়ার পর বিদ্যুচ্চালিত যানবাহন ক্রয়ের ওপর ট্যাক্স মওকুফ করা হয়েছে এবং এ সুযোগ আরো বাড়ানো হবে।