গোল্ডেন ভিসা চালু করছে ইন্দোনেশিয়া
স্টাফ রিপোর্টার
নিজেদের জাতীয় অর্থনীতি চাঙ্গা করতে বিদেশী ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের জন্য গোল্ডেল ভিসা স্কিম চালু করছে ইন্দোনেশিয়া। রোববার দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, গোল্ডেন ভিসার আওতায় ৫-১০ বছরের জন্য দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য বিনিয়োগকারীদের ২৫ লাখ ডলারের কোম্পানি স্থাপন করতে হবে এবং ১০ বছর মেয়াদি ভিসার জন্য অন্তত ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে হবে। গালফ নিউজ