গুডবাই বলেই দিলেন লেওয়ানডস্কি

স্টাফ রিপোর্টার

মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখে আর থাকছেন না রবার্ট লেওয়ানডস্কি, এটা ছিল জানা কথা। অবশেষে বায়ার্ন মিউনিখকে গুডবাই বলেই দিলেন পোলিশ এই স্ট্রাইকার। তার বায়ার্ন অধ্যায় শেষের ঘোষণার সঙ্গে নতুন জ্বল্পনাও উঁকি দিচ্ছে, বার্সেলোনায় যেতে পারেন তিনি।

বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছেন লেওয়ানডস্কি। সোমবার জানিয়েছেন, কোনো অবস্থাতেই নতুন মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের জার্সিতে তাকে আর দেখা যাবে না।

আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান নেশনস লিগ। সেজন্য পোল্যান্ড দলের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের লেওয়ানডস্কি বলেন, ‘একটা বিষয় স্পষ্ট হয়ে যাওয়া ভাল। আমার সঙ্গে বায়ার্নের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। গত কয়েক মাসে যা হয়েছে, তারপরে কল্পনাও করতে পারি না যে, নতুন মৌসুমে ওই দলের হয়ে আর খেলব।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘দুপক্ষের কাছে সবচেয়ে ভাল হয়, যদি মসৃণভাবে ট্টান্সফার পর্বের সমাপ্তি ঘটে।’

প্রসঙ্গতঃ এই মৌসুমের শেষ দিকে এসে লেওয়ানডস্কি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বায়ার্ন ছাড়তে চান। একই সময়ে শোনা গিয়েছিল, তার সঙ্গে বার্সেলোনা যোগাযোগ করছে। তবে সে সব সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের নতুন কর্মকর্তা, কিংবদন্তি গোলকিপার অলিভার কান।

তার দাবি ছিল, লেওয়ানডস্কির মতো ফুটবলারকে ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না। বায়ার্ন প্রেসিডেন্ট হার্বার্ট হেইনারও সরাসরি বলেছেন, তারা চান না ২০২৩ সালে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত রবার্টকে ছাড়তে।

জার্মান সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তি নিয়ে তার সঙ্গে মনোমালিন্য হয় বায়ার্ন কর্মকর্তাদের। ৩৩ বছর বয়সী এই তারকা বেশ কিছু কর্মকর্তার আচরণে খুশি হতে পারেননি। তখনই সিদ্ধান্ত নেন, মৌসুম শেষ হলেই বায়ার্নের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি। যদিও ক্লাব থেকে অনেক চেষ্টা করা হয়েছে। তবুও তাকে নিজের সিদ্ধান্ত থেকে টলানো যায়নি।

গত মাসে বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর হাসান সালিয়ামিদজিচ জানিয়ে দেন, লেওয়ানডস্কি আর এই ক্লাবে থাকতে রাজি নন। তার সঙ্গে ক্লাব কর্তারা বেশ কয়েকবার বৈঠক করার পরও বরফ গলেনি। ফলে তাকে বাদ দিয়েই নতুন মৌসুমে দল তৈরি করবে বায়ার্ন।

শোনা যাচ্ছে, লেওয়ানডস্কিকে নেয়ার জন্য ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও পোলিশ তারকার নিজের পছন্দ বার্সেলোনা। নতুন মৌসুমে তাকে ক্যাম্প ন্যুতে আনার জন্য উৎসাহী নতুন ম্যানেজার জাভি হার্নান্দেজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *