গাড়ি বিক্রিতে প্রথমবারের মতো শীর্ষ তিনে হুন্দাই
চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক গাড়ি বিক্রিতে তৃতীয় স্থান হুন্দাইয়ের। প্রায় ৩৩ লাখ গাড়ি বিক্রির মাধ্যমে প্রথমবারের শীর্ষ তিনে জায়গা করে নিল দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি। হুন্দাই মোটরের বিক্রির উপাত্তে দেখা গেছে, বিলাসবহুল জেনেসিস ব্র্যান্ড ও অ্যাফিলিয়েট কোম্পানি কিয়ার ওপর ভর করে ৩২ লাখ ৯৯ হাজার গাড়ি বিক্রি হয়েছে।
জানুয়ারি জুনের মধ্যে গাড়ি বিক্রিতে শীর্ষে তিনে থাকা অন্য দুই কোম্পানি টয়োটা ও ফক্সওয়াগন। প্রথমার্ধে জাপানভিত্তিক শীর্ষ গাড়ি নির্মাতা ব্র্যান্ড টয়োটার গাড়ি বিক্রি হয়েছে ৫১ লাখ ৩৮ হাজার ইউনিট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ফক্সওয়াগনের গাড়ি বিক্রি হয়েছে ৪০ লাখ ৬ হাজার ইউনিট। বিক্রির দিক থেকে শীর্ষ তিনে উঠে এলেও হুন্দাইয়ের গাড়ি বিক্রি বছরওয়ারি কমেছে ৫ দশমিক ১ শতাংশ।
২০২১ সালের প্রথমার্ধে ৩৪ লাখ ৭৫ হাজার ইউনিট গাড়ি বিক্রির মাধ্যমে শীর্ষ পাঁচে উঠে এসেছিল হুন্দাই। অবশ্য প্রায় সব গাড়ি নির্মাতা কোম্পানিরই বিক্রি কমেছে। প্রথমার্ধে টয়োটা ও ফক্সওয়াগনের গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ৬ ও ১৪ শতাংশ। এছাড়া স্টেলান্টিস ও জেনারেল মোটরসের (জিএম) গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ১৬ ও ১৯ শতাংশ। — দ্য কোরিয়া হেরাল্ড