গার্ডিয়ান লাইফের ৬০ টাকা পলিসি বোনাস ঘোষণা
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২১ সালের বোনাসযুক্ত বীমা গ্রাহকের জন্য প্রতি ১ হাজার টাকায় ৬০ টাকার বোনাস ঘোষণা করেছে। গত ছয় বছর এ পলিসি বোনাস দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর আগে বোনাসের হার ১ হাজার টাকায় ৫৫ টাকা ছিল। জীবন বীমা ক্রয় করার ক্ষেত্রে গ্রাহকের একটাই মূল লক্ষ্য থাকে, তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। গার্ডিয়ান লাইফ ‘কাস্টমার ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। তাই গ্রাহকের লক্ষ্য পূরণে সহায়তার পাশাপাশি ২০১৬ সালে প্রথম পলিসি বোনাস ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছর ধারাবাহিকতার সঙ্গে সব বোনাসযুক্ত বীমা গ্রাহকের পলিসি বোনাস দেয়া হচ্ছে। রিটেইল বীমা গ্রাহক সহজেই তাদের জমা করা পলিসি বোনাসের পরিমাণ যেকোনো স্থান থেকে এবং যেকোনো সময় মাই গার্ডিয়ান অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। —বিজ্ঞপ্তি