গাড়ি সার্ভিসিং ও যন্ত্রপাতির দাম কমালো নিটল মটরস

স্টাফ রিপোর্টার

টাটা গাড়ির সার্ভিসিং ও স্পেয়ার যন্ত্রপাতির দাম কমিয়েছে ভারতের টাটা ব্র্যান্ডের গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

তিনি বলেন, টাটা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে শ্রমিক খরচের ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এছাড়া স্পেয়ার পার্টসের দাম ২০ শতাংশ কমেছে। এ জন্য স্পেয়ার পার্টসের ক্ষেত্রে ১২ কোটি টাকা ও সার্ভিসিংয়ের ক্ষেত্রে তিন কোটি টাকা সহায়তা দেবে টাটা।

মাতলুব আহমাদ বলেন, নিটল মটরস সবসময়ই চেষ্টা করে কীভাবে তার ক্রেতাদের জীবন ও ব্যবসাকে আরও সহজ করে তোলা যায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে নিটল মটরস সার্ভিস ও স্পেয়ার পার্টসের ওপর ছাড় দিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য হলো প্রত্যেক গ্রাহকের জন্য গাড়ির সার্ভিসিং আরও বেশি সাশ্রয়ী করে তোলা।

নিটল মটরসের চেয়ারম্যান বলেন, নতুন মূল্য নির্ধারণের ফলে গাড়ির সার্ভিসিং খরচ ও পার্টসের দাম ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে। ফলে তারা আগের চেয়ে অনেক বেশি উপকৃত হবেন। স্বল্প বিনিয়োগে আগের চেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, কোভিডের কারণে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা সময়সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে পরিবহন সেক্টর অনেক বেশি লোকসানে পড়েছে। তাই দেশের অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরাই সার্ভিস ও স্পেয়ার পার্টসে সর্বোচ্চ দাম কমিয়ে ক্রেতাদের হাতের নাগালে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, গত ৩৫ বছরে টাটা দুই লাখের বেশি গাড়ি বিক্রি করেছে। এসব গ্রাহকের সময় যাতে অপচয় না হয়, সেজন্য রিপেয়ারের জন্য আসা ফুয়েল ইনজেকশন পাম্প/ইনজেক্টর আমরা দ্রুত রিপ্লেস করে দেওয়া হবে (গাড়ির বয়স দুই বছর হলে)। সারাদেশের ৬১টি সার্ভিস সেন্টারে আরও অনেক উন্নয়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিটল মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএএইচ ইসমাইল, সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ, হেড অব সার্ভিস মোহাম্মদ সাজ্জাদ হোসেন, টাটা মটরস বাংলাদেশ কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং ও কান্ট্রি ম্যানেজার কৌশিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *