গাড়ির দরজা খোলার চেষ্টা সিংহের!
সাফারিতে গিয়ে বাঘ-সিংহের কাছ থেকে দেখা পেতে কে না চায়। কিন্তু আফ্রিকায় ঘুরতে গিয়ে এক দল পর্যটক যা দেখলেন তা বোধ তারা কোনও দিনই ভুলবেন না। বিরল সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তারা।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙলের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দুটি গাড়ি। সেই গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে তিনটি সিংহ। তার মধ্যে একটি চড়ে বসেছে গাড়ির মাথায়। সেখানে বসেই নিচের দিকে ঝুঁকে গাড়ির দরজা খোলার চেষ্টা করছে সে। সমানে আচড়ে যাচ্ছে গাড়ির দরজার কাছে। এভাবে করতে করতে সামনে নেমে এলো সে।
তখনই গাড়িতে স্টার্ট দিলেন চালক। সিংহ নেমে যেতেই সেখান থেকে চলে গেল গাড়ি দুটি।
গাঁয়ে কাটা দিয়ে ভিডিওতেই এখন মজেছে নেটদুনিয়া। ভিডিওটি অনেক দিন আগের তোলা হলেও, সম্প্রতি ভিডিওটি পোস্ট করার পর ফের ভাইরাল হয়েছে।